নড়াইলের নড়াগাতিতে ভিজিডি’র চাউল উদ্ধার।
দুই ইউপি সদস্যকে কারাদন্ড ও, ৫০ হাজার জরিমানা
বিশেষ প্রতিনিধি,
( নড়াইল)
নড়াইলের নড়াগাতি থানার নড়াগাতি বাজারের মেসার্স উর্মি স্টোরের সিমেন্টের গোডাউন থেকে সরকারি ভিজিডির চাউল সহ তিন ব্যাক্তি কে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।
বুধবার নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছা: রুখছানা খাতুন ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুদা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নড়াগাতি থানাধীন ৭ নং জয়নগর ইউনিয়নের নড়াগাতি বাজারে মেসার্স উর্মি স্টোরের মালিক সুভাষ সাহার দক্ষিণ পাশে সিমেন্টের গোডাউনের মধ্যে সরকারি ভিজিডির পাঁচ বস্তা ৩০কেজি ওজনের চাউল ও আরো দুই বস্তা সরকারি চাল খোলা অবস্থায় এবং ৭টি খালি বস্তা উদ্ধার করে।
পরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ননাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোশাররফ হোসেন বয়স (৫২) পিতা-মৃত আকবর আলি গ্রাম-গাছবাড়িয়া ও একই ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রনি বেগম (৩৪) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়া মেসার্স উর্মি স্টোরের মালিক সুভাষ সাহাকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করি এবং সরকারি ভিজিডি চাউল জব্দ করি এবং দোষীদের এ সাজা প্রদান করা হয়েছে।
Leave a Reply