বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নভেল করোনাভাইরাসে নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের মৃত্যু হয়েছে।
ENGToggle navigation
শুক্রবার চিফ অব স্টাফ আবা কেয়ারির মৃত্যু হয় বলে প্রেসিডেন্ট দপ্তরের দুই মুখপাত্র টুইটারে জানিয়েছেন।
সত্তরোর্ধ কেয়ারি ডায়বেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
তিনি নাইজেরিয়ার ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহকারী কর্মকর্তা ও দেশটির সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন ছিলেন।
প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র গারবা শেহু এক টুইটে বলেন, “প্রেসিডেন্ট দপ্তর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কেয়ারি আর নেই। তার কোভিড-১৯ ধরা পড়েছিল, তারপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ তার মৃত্যু হয়।”
প্রেসিডেন্ট দপ্তরের আরেক মুখপাত্র ফেমি আদেসিনাও আবা কেয়ারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণে কেন্দ্র জানিয়েছে, দেশটিতে শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৯৩ জন ও এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।
কোভিড-১৯ এ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কেয়ারি ছিলেন সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা।
মার্চের প্রথমদিকে তিনি নাইজেরীয় কর্মকর্তাদের এক প্রতিনিধি দলের সঙ্গে জার্মানি গিয়েছিলেন। সেখানে সিমেন্স এজির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে যোগ দিয়েছিলেন।
দেশে ফেরার পর তার দেহে অত্যন্ত সংক্রামক রোগ কোভিড-১৯ ধরা পড়ে। ২৪ মার্চ রয়টার্সে তার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
সূত্রঃ বিডিনিউজ২৪.কম
Leave a Reply