শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃতি সন্তান নিজ ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতা জাভেদ ওমর কবির এর নিজ অর্থয়ানে করোনা ভাইরাস এর মহামারি প্রতিরোধে ভৈরবের মাঠ পর্যায়ে কর্মরত ইয়াং সাংবাদিকদের মাঝে সার্জিকেল সানগ্লাস উপহার দেন এবং উপজেলার গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরীব,দুঃখী মানুষের মাঝে মাক্স,গ্লাবস উপহার দিয়ে সচেতন করে যাচ্ছেন উপজেলার গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দুরাত্ব বজায়া রেখে প্রত্যেকে মূখে ও হাতে করোনা ভাইরাস প্রতিরোধ মাক্স ও গ্লাবস পড়িয়ে দিচ্ছেন। উক্ত বিষয়ে ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতা জাভেদ ওমর কবির বলেন, আমি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের সন্তান আমি বেচেঁ থাকতে আমার ইউনিয়নের একটি লোককেও সচেতনতার অভাবে মরতে দিবোনা তাই আজ আমার নিজ অর্থয়ানে আমার সমর্থ অনুযায়ী আমার ইউনিয়নের লোকজনকে করোনা ভাইরাস নামক মহামারি থেকে বাচাঁতে আমার এই খুদ্র প্রয়াস। তিনি আরো বলেন, করোনা ভাইরাস নামক এ মহামারি মানুষের কামাই, আসুন আমরা সবাই মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য গোপনে যার যথটুকু সমর্থ আছে তা দিয়ে একজন মানুষ হিসেবে আর এক জন মানুষের পাশে থাকি একজন মুসলমান যেন অপর মুসলমান এর মুখে হাঁসি ফুটাতে পারি সে আমল করি। হালাল উপার্যন করি,হিংসা,বিদ্ধেশ ভুলে গিয়ে আমরা একে অন্যের তরে নিবিদিত হয়ে কাজ করতে পারি। আমি এ করোনা ভাইরাস নামক বিশ্ব মহামারিতে সকল ধন্যাঢ্যদের বলবো যার ঘরে আহার নেই, তার ঘরে আহার দিন, হয়তো এই দানে আপনার জীবেনর সকল পাপ মোচন হবে। তাছাড়া বিশ্ব মহামারি কেটে যেতে পারে আপনি কিংবা আপনার পরিবার এর সদস্যরা রক্ষা পেয়ে যেতে পারে।
Leave a Reply