ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ রবিবার নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এটিই ভৈরবে একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ। তিনি ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।
গতকাল (শনিবার) ভৈরব উপজেলার করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ৩৪ জনের নমুনা সংগ্রহ করে মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) পাঠানো হয়েছিল। তার মধ্যে আজ ২০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং ১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ। এখন পর্যন্ত ভৈরবে মোট ৯৮ জনের নতুনা সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে ৩৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
ভৈরবে আজ পর্যন্ত সর্বমোট ৮ জন চিকিৎসকসহ ১৯ জন নার্স ও স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।
Leave a Reply