বেলাব সংবাদদাতা :: সারা দেশের ন্যায়( ১৪ই এপ্রিল) প্রথম বারের মত বেলাবতে দুই জন করোনা রোগী সনাক্ত হন। তারা হলেন কাইয়ুম আলী খন্দকার (৪৭)ও মোঃ দুলাল মিয়া (৩৪)। তাদের একজন নারায়নগঞ্জ ও অন্যজন ঢাকা তেজগাও চাকরী করতেন।তারা বেলাব উপজেলার বাজনাব সৈয়দপাড়া এবং দীঘলদীকান্দা গ্রামের বাসিন্দা।তারা বর্তমানে বেলাব উপজেলারর ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশানে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে বেলাব উপজেলা প্রশাসনের পক্ষ হতে উল্লেখিত এলাকাগুলিকে লকডাউন ঘোষনা করা হইয়াছে।উল্লেখিত লকডাউন এলাকার অসহায় মানুষদের মাঝে সবজি বিতরণ করেন বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু।
১৫ই মার্চ এই সবজি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসের উপ হিসাব সহকারী মোঃ হান্নান মিয়া।
Leave a Reply