সোনাগাজী সংবাদদাতা (ফেনী):
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরলামছি ডুব্বা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে, মিজানুর রহমান (৩০), পিতা- শাহ আলম, গ্রাম চরডুব্বা নামের একটি লোক নারায়ণগঞ্জ থেকে ১৯ এপ্রিল দিবাগত রাতে বাড়িতে আসার খবরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে।
বিষয়টা আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, অবগত হওয়ার সাথে সাথে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবকে জানান। উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব সোনাগাজী মডেল থানার পুলিশকে জানান, পুলিশ সদস্যগণ চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন শাহীনকে নিয়ে তার বাড়ী লকডাউন করে দেন।চেয়ারম্যান জহির ২০শে এপ্রিল সকালের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়াও ভবিষ্যতে যাতে কোনো কিছুর প্রয়োজন হলেই ওয়ার্ড় মেম্বার শাহিন, অথবা চেয়ারম্যানের মুঠোফোনে কল জানানোর জন্য বলেন।
Leave a Reply