নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রাজারবাগের শহীদবাগে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ করোনা টেস্টিং কিটের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাব-৩-এর একটি দল রাজারবাগ ২ নম্বর গেট সংলগ্ন শহীদ নগরে অভিযান চালাচ্ছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তিনি বলেন, ‘করোনার টেস্ট কিট সরকারের বাইরে কারও আমদানির সুযোগ নেই। কারও কাছে থাকারও সুযোগ নেই। কিন্তু এখানে আমরা করোনার টেস্ট কিট মজুতের সন্ধান পেয়েছি। এখন সেগুলো নকল না ভেজাল…এই করোনার সংকটকালে তা খুবই সেনসেটিভ।’
তিনি আরও বলেন, ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়া এসব টেস্ট কিট আমদানি, মজুত ও ক্রয় বিক্রয়ের সুযোগ নেই। কিন্তু এখানে সেটাই হয়েছে। এখানে বিভিন্ন ব্যক্তি জড়িত। আমরা অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানাব।
Leave a Reply