1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু  কমিশন  কর্তৃক আয়োজিত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা,সভা অনুষ্ঠিত। বঙ্গবন্ধু অসম্ভব শিশু প্রেমিক ছিলেন: ড.কলিমউল্লাহ বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর

করোনা দুর্যোগকালীন সময়ে পল্লী অঞ্চলের মানুষগুলোর জন্যে গঠিত হলো Virtual Patient Care Centre (VPCC)

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৭৮ বার

ব্রিগে: জেনা: শামস (অব:) দেশী-বিদেশী বন্ধূদের নিয়ে গঠন করলেন Virtual Patient Care Centre (VPCC)। VPCC-তে অন্তর্ভুক্ত করা হয়েছে আমেরিকা, বাংলাদেশ ও ভারতের ৮ জন খ্যাতিমান ডাক্তারকে। চীনা ডাক্তারদেরও অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। শামস মনে করেন, “করোনাভাইরাস মহামারী বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে, ফলে অধিকাংশ দেশই গতানুগতিক পদ্ধতিগুলো পরিবর্তন করে আধুনিক ‘কার্যকরী মডেল’ বিবেচনা করছে। এক্ষেত্রে বাংলাদেশে ‘ONLINE’ এর মাধ্যমে ‘চিকিৎসা সেবা’ প্রদান পদ্ধতি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী হতে পারে।

তিনি বলেন, “এ দুঃসময়ে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে পল্লী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্যেই VPCC সৃষ্টি করেছি। পল্লী অঞ্চলে আমাদের দেশের প্রায় ৮০% মানুষ বসবাস করে। মহামারী করোনা হতে দেশকে বাঁচাতে হলে তাদেরকে বাঁচাতে হবে এবং তাদের জন্যে অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে।”

তরুণ স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ অলাভজনক এ সংগঠনটির উদ্দেশ্য হলো: ১) সচেতনতামূলক অভিযান: শিক্ষিত তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পল্লী অঞ্চলে করোনা ভাইরাস সম্পর্কিত ‘সচেতনতা অভিযান’ পরিচালনা করা ২) দূরবর্তী পদ্ধতিতে চিকিৎসা প্রদান: সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিফোন বা ভার্চুয়াল পদ্ধতিতে রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রয়োজনে হাসপাতালে স্থানান্তর। এক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত মেডিকেল এসিস্টেন্ট, ও প্যারামেডিকস গণ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। ৩) মানবিক সহায়তা: VPCC সদস্যদের উদ্যোগে অভাবী পরিবারগুলোকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা। ৪) দাফন কার্য সম্পাদন: পরিবেশ দূষণ, সংক্রমণ ও স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মৃত ব্যক্তির জন্য সরকারী নির্দেশনা ও ধর্মীয় প্রথানুযায়ী প্রয়োজনে দাফন কার্য সম্পাদন করা। স্বেচ্ছাসেবী হিসেবে মসজিদের ইমাম, শিক্ষক, এবং শিক্ষিত তরুণদেরকে VPCC-তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রিগে: জেনা: শামস (অব:)

করোনা একটি মারাত্মক রোগ তবে প্রথম থেকেই যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় তবে নিরাময় করা সম্ভব। বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে এটা পরিষ্কার যে বেশিরভাগ রোগী ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমেই COVID-১৯ রোগ থেকে সেরে উঠেছে। যদিও গুরুতর রোগীদেরকে অবশ্যই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট গুলোতে চিকিৎসা দিতে হবে। VPCC’র পদ্ধতিতে অল্প সংখ্যক চিকিৎসক দ্বারা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ইতোমধ্যেই VPCC FACE BOOK Page এর মাধ্যমে বিভিন্ন দেশের রোগীদেরকে (https://www.facebook.com/VirtualPatientCareCenter/?) সেবা দেয়া হচ্ছে। দু’দিন আগে দুবাই থেকে ৪২ বছর বয়সী মোঃ ইসমাইল নামের একজন রোগী জানালেন, “ঠিকমতো হাঁটতে পারছি না, মাথা ঘুরানি আছে, হাঁটার সময় এক দিকে পা রাখলে রাখলে অন্য দিকে চলে যায়। কোনো ডাঃ পাইতেছি না। দয়া করে সহযোগিতা করবেন।” VPCC সাথে সাথে প্রয়োজনীয় ডাক্তারী পরামর্শ প্রদান করেছে এবং রোগী এখন ভালোর দিকে।

এ ধরণের রোগীরাই প্রতিষ্ঠানটির অগ্রাধিকার। যাদের পক্ষে ডাক্তারদের কাছে যেয়ে ডাক্তারি সেবা নেয়া প্রায় অসম্ভব। গ্রামের কয়জন রোগীর পক্ষে ডাক্তারদের কাছে যেয়ে চিকিৎসা করানো সম্ভব? এক্ষেত্রে VPCC অ্যাপোলো হাসপাতাল এর মতো প্রতিষ্ঠানের সেরা ডাক্তারদের মাধ্যমে ‘বিনা খরচে ‘চিকিৎসা সেবা’ পৌঁছে দিচ্ছে গ্রামের রোগীদের কাছে। আর সাথে থাকছে আমেরিকা ও ভারতের অভিজ্ঞ ডাক্তারগণ। তাদের দু’জন নিউ ইয়র্কের হাসপাতালে করোনা রোগীদের বর্তমানে সেবা প্রদান করছে। VPCC’র লক্ষ্য একটাই: করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে যত বেশি সম্ভব রক্ষা করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..