ফেনী প্রতিনিধি :
ফেনী শহরে পাঠান বাড়ী এলাকায়এক গৃহবধুকে অচেন করে ধর্ষণ এর অভিযোগে নজরুল ইসলাম টিপু (৩০) নামে যুবককে ( সাবেক শিবির নেতা) আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প এর সদস্যরা।
জানা যায় , সাবেক শিবির নেতা ধর্ষন ও অস্ত্র মামলার আসামী টিপু সোনাগাজীর বাখরিয়া গ্রামের জামায়াত নেতা এবং রাজাকার মোস্তফার ছেলে । প্রয়াত মোস্তফা সোনাগাজীর আল হেলাল একাডেমি ও শাহীন একাডেমির প্রতিষ্ঠাতা ।
র্যাব ৭ এর ফেনী ক্যাম্প কোম্পানী কোমান্ডার নুরুজ্জামান জানান, আটককৃত আসামী টিপুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। ধর্ষণ ও অর্থ আত্মসাতের ঘটনায় নতুন আরেকটি মামলা করে আসামিকে ফেনী থানায় হস্তান্তর করা হয়।
শহরের পাঠানবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
Leave a Reply