মানিকগঞ্জের সিংগাইরে প্রণয় কুমার বসাক(১১)নামে এক শিশু নিখোঁজ হয়েছে।গত রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রণয় কুমার বসাক সিংগাইর পৌরসভার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাড়ি একই গ্রামে,পিতার নাম প্রদীপ কুমার বসাক। এ ঘটনায় সিংগাইর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে,নিখোঁজ প্রণয় কুমার বসাক গত রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দিকে খরগোশের বাচ্চা ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়। বের হওয়ার সময় বাবা প্রদীপ কুমার বসাককে সে বলে যায়,আমি খরগোশের বাচ্চা ধরতে যাব। বাসায় ফিরতে দেরি হলে মা যেন আমাকে খোঁজাখুঁজি না করে। সেদিন গভীর রাত পর্যন্ত অপেক্ষা করার পরও ছেলে বাড়িতে না ফেরায় গভীর দুশ্চিন্তায় পড়ে যায় প্রণয় বসাকের পরিবার ।এরপর থেকে আত্মীয়-স্বজন,বন্ধুদের বাড়ি ও সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যাচ্ছে না।কোথাও কোনো তার সন্ধান না পাওয়ায় মা-বাবা ও স্বজনরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় নিখোঁজ প্রণয় কুমার বসাকের বাবা প্রদীপ কুমার বসাক সোমবার (২০ এপ্রিল)সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ প্রণয় কুমার বসাকের সন্ধান পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য তার পরিবার সবিনয়ে অনুরোধ জানিয়েছেন। প্রদীপ কুমার বসাক,গ্রাম: ঘোনাপাড়া, পৌরসভা:সিংগাইর, উপজেলা:সিংগাইর,জেলা:মানিকগঞ্জ বার্তা প্রেরকঃ-অনিমেষ দাস। সিংগাইর মানিকগঞ্জ 01713507535
Leave a Reply