মোহাম্মদ ইকবাল হোসাঈন : সোনাগাজী পৌরসভার চরচান্দিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত পরিবার সহ ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ জানান, আজ বুধবার তার পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগের রেপিড রেসপন্স টিম। এছাড়া তার প্রতিবেশী সহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এগুলো সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি, তার এক ভাবির বাড়ী, তার প্রতিবেশি আরেকটি বাসা, সোনাগাজী ক্লিনিকের মালিক ডা. নুরুল্লাহর বাড়ী লকডাউন করা হয়েছে। ওই ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীর বাড়ী সহ সর্বমোট ১৬টি বাড়ী লকডাউন করা হচ্ছে। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে মঙ্গলবার বিকালে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে নেয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রসঙ্গত: ১৬ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়।
Leave a Reply