দোয়া ও কবর জিয়ারতের মাধ্যমে সংক্ষিপ্তভাবে স্বরন করলো ভৈরবের সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহল. সংবাদদাতা : ভৈরব বেপারি বাড়ির সন্তান সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুর এর আজ ২য় মৃত্যু বার্ষিকী। ৫২ বছর বয়সে ২০১৮ সালে ২৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক কালের কণ্ঠ ও দেশটিভি’র ভৈরব প্রতিনিধি ছিলেন । ভৈরব প্রেসক্লাবের দুই বারের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও ভৈরব বেপারি বাড়ির বায়তুল লতিফ মসজিদের মােতোয়ালি ও ছিলেন। ভৈরব উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ভৈরব উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক, ভৈরব উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর সম্মানিত সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত সহ দোয়া করেন সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংঘটন । আল্লাহ যেন পরপারে ভাল রাখেন ,।
Leave a Reply