সিটি রিপোর্টার : ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে ৪২১ বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাকসহ সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। ২২/০৪/২০২০ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন নবীনগর বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৪২১ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাকসহ আসামী (১) মোঃ শফিক সিকদার (৩২), জেলা-শরীয়তপুর, (২) মোঃ রণি বেপারী (৩৭), জেলা-জামালপুর এবং (৩) মোঃ শামীম (১৯), জেলা-মাদারীপুরদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলা হতে গোপনে ট্রাকের কেভিনের অভ্যান্তরের উপরিভাগে বিশেষ কৌষলে রুপান্তরিত প্রকোষ্ঠে ফেন্সিডিল বহন করে পুরাতন ঢাকাসহ কেরানীগঞ্জ, জাজিরা ও আশপাশ এলাকায় ডিলারদের নিকট সরবরাহ করে থাকে। উল্লেখ্য আসামীদের নামে ভিবিন্ন থানায় পৃথক পৃথক মাদক এবং খুনের মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply