সংবাদদাতা : গোপন তথ্যছিল কটিয়াদী পৌরসভা মাঠে কিছু কুচক্রী মহল প্রশাসনকে তোয়াক্কা না করে বিশাল এক গরুর হাট বসাবে এবং হাজার হাজার লোকের সমাগম ঘটাবে। এরকম একটি সংবাদে আজ সকাল থেকে র্্যাব ১৪ ভৈরব ক্যাম্প এর ফোর্স নিয়ে ঐ এলাকায় অবস্হান করে , যাতে করে কুচক্রী মহলটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ঐ এলাকায় জড়ো না হতে পারে। চক্রটি পৌরসভা মাঠে সুবিধা করতে না পেরে চলে যায় চরজাকালিয়া এলাকার স্কুল মাঠে। সেখানেও তাঁরা ব্যর্থ। একজন লোকও গরু নিয়ে আসতে পারেনি। অবশেষে সরকারের নির্দেশ অমান্যকারীরা গরুর হাট বসাতে ব্যর্থ হয় । র্্যাব কর্মকর্তা জানান ,
সত্যিকার অর্থে, সরকারের নির্দেশনা অমান্যকরে কোনো ব্যক্তি কিছু করলে সেটা দেশ ও জনগনের জন্য কুফল বয়ে নিয়ে আসে।
যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প মাঠে আছে, থাকবে। এবং জনগনকে এই বিশ্ব মহামারীতে নিরাপদে ঘরে অবস্হান করার জন্য জোড় তাগিদ দেন ।
……………………………………
আসুন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।
সরকারের নির্দেশনা মেনে চলি।
সামাজিক দূরত্ব বজায় রাখি।
করোনাকে প্রতিহত করি।
Leave a Reply