আশিক আহমেদ :: আজ ২৪ এপ্রিল , রোজ শুক্রবার , মরহুম আজহারুল ইসলাম (জজ মিয়ার) ২৪ তম মৃত্যু বার্ষিকী । তার পিতা মরহুম হাজী আব্দুল জাহের মিয়া ছিলেন ভৈরব কমলপুর গ্রামের বিশিষ্ট জমিদার ও সমাজ সেবক । আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৬ সালের ২৪ এপ্রিল তিনি এ জগত ছেড়ে চলে যান । তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত পরিচ্ছন্ন ও ব্যক্তিত্ববান পুরুষ ছিলেন , মানব সেবা ছিলো তার অনন্য দৃষ্টান্ত , একজন বিশিষ্ট ব্যবসায়ী তথা রুপসা টেক্সটাইল মিলস লিঃ এর চেয়ারম্যান ছিলেন , রাজনৈতিক জীবনে তিনি তৎকালিন সময়ে ভৈরব ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সহ বাস মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে ভৈরব কিশোরগন্জ সড়ক পরিবহনে যাত্রী সেবায় এক উজ্জল দৃষ্টান্ত আর্জন করেন । তার ২ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ছোট এক ছেলে রাসেল আহমেদ সেই বছরেই অসুস্হ অবস্হায় ইন্তেকাল করেন , আর বড় ছেলে হাজী সোহেল আহমেদ , জাতীয় দৈনিক লাল সবুজের দেশ ও সর্বাদিক প্রচারিত ক্রাইম ম্যাগাজিন , অপরাধ জগত ‘ এর সম্পাদক ও প্রকাশক । তিনিও ধর্মীয় কার্যকলাপ ও মানবসেবার সাথে জড়িত আছেন । ৪ বোন সবাই বিবাহিত । দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত পরিবার থেকে এই মহান মানুষটির আত্বার মাগফিরাত কামনা করছি ।
Leave a Reply