সোনাগাজী প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নস্থ নুরজাহান সমাজকল্যাণ সোসাইটির পক্ষ থেকে হতদরিদ্র ২৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে জনসাধারণের কথা চিন্তা করে ও গণজমায়েত না করে মানুষের বাড়ী বাড়ী গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, চিনি, পেয়াজ, ডাল, মটর ও তেল। হতদরিদ্রের বাড়ী বাড়ী গিয়ে এই ইফতার সফ পৌঁছে দেন নুরজাহান সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও বগাদানা ইউপি চেয়ারম্যান ক.খ.ম ইছহাক খোকন। এসময় সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন বর্তমান করোনা পরিস্থিতিতে গরীব, অসহায়, দুস্থ ও মধ্যবিত্তদের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর দেওয়া উপহার সামগ্রী সুসম বণ্টন করে এবং ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেন।
Leave a Reply