১৩২০ সালঃ ‘ দ্য ব্লাক ডেথ অব বুবনিক’- উৎপত্তিস্থল- ইউরোপ,মৃত ২০০ মিলিয়ন মানুষ।বাহক- কালো ইঁদুর ও মাছি। ——————–
১৪২০ সালঃ ‘দ্য এওইডেমিক অফ ব্লাক ডেথ প্লেগ’- উৎপত্তিস্থল- রোম, বাহক -কালো ছুঁচো ও কাঠবেড়ালি। মৃত- ১ লক্ষ। ———————-
১৫২০ সালঃ ‘স্মল পক্স’- উৎপত্তিস্থল- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ,বাহক স্পানিক বণিকদের দল। মৃত- ৩৫ হাজার। ——————-
১৬২০ সালঃ ‘মে ফ্লাওয়ার’- উৎপত্তিস্থল- লন্ডন, বাহক- কালো মাছি। মৃত- ২.৫ লক্ষ। —————–
১৭২০ সালঃ ‘ দ্য গ্রেট প্লেগ অফ মার্সেই’- উৎপত্তিস্থল- ফ্রান্সের মার্সেই শহর, বাহক- গোঁফওয়ালা ইঁদুর। মৃত- ১০ লক্ষ। গণকবর দেওয়া হয়। ——————–
১৮২০ সালঃ ‘কলেরা’ এবং যুক্তরাষ্ট্রে ‘ইয়েলো ফিবার’- কলেরার উৎপত্তিস্থল- কাস্পিয়ান সাগরের উপকূলে দাগেস্তান (রাশিয়া।) বাহক- ভিব্রিও কলেরী ব্যাকটেরিয়া। সারা বিশ্বে কলেরায় মৃত প্রায় ৩.৫ কোটি। ———————
১৯২০ সাল ‘দ্য স্পানিস ফ্লু’- উৎপত্তিস্থল- স্পেনের মাদ্রিদ শহর। বাহক- মশা, মৃত প্রায় ৮.৫ কোটি। ——————–
২০২০ সালঃ ‘ কোভিড ১৯’ উৎপত্তিস্থল- চিনের উহান প্রদেশ। সারা বিশ্বে ২৪ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত প্রায় ২ লাখ মৃত্যু হয়েছে। বাকি সময় কি হয় আল্লাহ জানেন …….? আগামীতে কি দিন অপেক্ষা করছে আমরা জানিনা। আমাদের আরও সচেতন হতে হবে। রোগের উপসর্গ লুকিয়ে রাখবেন না। চিকিৎসার সব ব্যবস্থা আজ হাতের মুঠোয়। প্রশাসনের সাহায্য নিয়ে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচিয়ে সরকারকে সহযোগিতা করুন। এতে দেশ ও জাতি উভয়েই বাঁচবে। তথ্য সাহায্য:- WHO.
Leave a Reply