অনিমেষ দাস,সিংগাইর,মানিকগঞ্জ:
সিংগাইর উপজেলার সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃমনিরুজ্জামান মনির করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে লকডাউনে থাকা কর্মহীন হতদরিদ্র দুঃস্থ ৩’শ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। মনিরুজ্জামান মনির তাঁর নিজ বাসভবন জয়মন্টপে এ বিতরণ কার্যক্রম করেন।২৪শে এপ্রিল শুক্রবার ২টা হতে সন্ধা ৬টা পর্যন্ত খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম চলে।নিজস্ব উদ্যেগে জয়মন্টপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে অাসা তিন শতাধিক দুঃস্থ মানুষের মানুষের মাঝে তিনি এইদিন খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্র সামগ্রীতে ছিল ৫ কেজি চাল,১ কেজি আলু, অাধা কেজি ডালসহ একটি করে সাবান। সাবেক ছাত্রলীগ নেতা আদর্শ বাস্তবায়ন সংগঠন (অাবাস)-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক।এছাড়া’ও তিনি অাদর্শ বন্ধু মহল যুব সংঘের প্রধান উপদেষ্টা। মনিরুজ্জামান মনির ছাড়াও স্থানীয় প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন ফকির,জয়মন্টপ ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃরিয়াজুল ইসলাস,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এসএম আলমগীর হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আতাউর রহমান বাচ্চুসহ, অাদর্শ বাস্তবায়ন সংগঠন (অাবাস)-এর সহসভাপতি সুব্রত কুমার নিক্কণ সাহাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমে সহযোগীতা করেন। মনিরুজ্জামান মনির বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,ব্যক্তিগতভাবে ক্ষুদ্র পরিসরে হলেও সাধ্যমত চেষ্টা করেছি এমন দুর্যোগপূর্ণ মহুর্তে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর।অামার এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি,সমাজের বিত্তবানদের সবাইকে যথাসাধ্য হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্তদের পাশে এসে সাহায্য করার অাহবান জানান।
Leave a Reply