সোহরাব হোসেন খাঁন বাঁধন, নরসিংদী: নরসিংদী থেকে সোহরাব হোসেন খাঁন বাঁধন,,, করোনা প্রাদূর্ভাব ঠেকাতে সমগ্র বাংলাদেশে চলছে লক-ডাউন, হাটবাজার গুলো বন্ধ করে সুধু নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার, ঔষধ ফার্মিসি, হাসপাতাল এই অওতার বাহিরে রেখেছে। করোনাভাইরাসের মহামারী থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সরকার তথা সচেতন মহল দিন রাত নিজের জানের যুকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে করোনা প্রাদূর্ভাব ঠেকাতে ঠিক সেই খানে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল নতুন করে বাজার খুলে মিত্যুর যুকিতে ফেলেছে সাধারন অসচেতন মানুষ গুলোকে। এই বাজার শনি ও বুধবার সপ্তাহে দুই দিন চলে। স্থানীয় সচেতন মহলের দাবি বাজারটি বন্ধ করে করোনার হাত থেকে সাধারন মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হউক। নয়তোবা এই বাজারটি থেকেই সারা উপজেলায় ছরিয়ে পরতে পারে এই করোনাভাইরাস।
Leave a Reply