ফেনী প্রতিনিধি: সোনাগাজীতে এক চা দোকানীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্বর্ণালংকার না পেয়ে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত । ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ জানান, ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ফারুক মেম্বারসহ মামুন ও মোশারফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
Leave a Reply