শামীম আহমেদ,ভৈরব প্রতিনিধি।। কিশোরগঞ্জে ভৈরবে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আজ সোমবার ভোরে গজারিয়া ইউনিয়নের বাশগাড়ী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহযোগিতায় ভৈরব থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরাচর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫),ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন টানকৃঞ্চ নগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জুয়েল মিয়া(২৪), কুলিয়ারচর থানার ছয়সুতী ইউনিয়নের লালপুর গ্রামের নুর ইসলামের ছেলে দীন ইসলাম(২৭), নরসিংদী জেলার বেলাব থানার সররাবাদ গ্রামের মৃত সেন্টু মিয়ার ছেলে কাসেম মিয়া (২৭)। এসময় আটককৃতদের সাথে ৩কেজি গাঁজা, একটি রামদা,একটি সুইস গেয়ার চাকু ও একটি বড় চুরা পাওয়া যায়। সেই সঙ্গে তাদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি টিভিএস সিএনজি ও জব্দ করে ভৈরব থানা পুলিশ। এ ছাড়াও পরিত্যক্ত অবস্থায় আরও ১কেজি গাঁজা পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ ৬ জনের নামে পৃথক দুটি মামলা করা হয়েছে। ভৈরব থানার ইন্সপেক্টর ইনচার্জ (তদন্ত) বাহালুল খান বাহার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি র প্রস্তুতিকালে এস আই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply