(চট্টগ্রাম সিটি সংবাদদাতা)ঃ আসুন কর্মের মাধ্যমে মানবিক হই! এই সুচিন্তা কে সামনে রেখে, সাইদুর রহমান পায়েল ফাউন্ডেশন এগিয়ে এসেছে সমাজের গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্য ইফতার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ” করেন পায়েল ফাউন্ডেশন। আজ নগরীর হালিশহর পুলিশ ফাঁরীতে ১০০ পরিবারের মাঝে এই উপহার বিতরন করেন পায়েল-ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু এ সময় উপস্থিত ছিলেন এ এস আই জুপিটার, এ এস আই চন্দন মজুমদার প্রমুখ পায়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন গরীব অসহায় মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ” চলছে অবিরত অবিরাম, যা পৌছে দেয়া হচ্ছে অভাবগ্রস্থ মানুষের দোরগোড়ায়, যার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন “পায়েল ফাউন্ডেশন ” এর সাথে সংস্লিস্ট সবাই, চাইলে এ সচ্ছ প্রক্রিয়ার সাথে সম্প্রক্ত হয়ে আপনি ও হতে পারেন একজন সচ্ছ অংশীদার।
Leave a Reply