ডেস্ক নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘দুর্নীতিমুক্তভাবে রেশন কার্ড তালিকা করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে।’
সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভোটার আইডি কার্ড তৈরির মতো করোনাভাইরাস মোকাবিলায় রেশন কার্ড তালিকা করার জন্যও সেনাবাহিনীকে দায়িত্ব দিলে দুর্নীতিমুক্ত তালিকা করা সম্ভব হবে। অন্যথায়, এখানেও দলীয় নেতারা দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের কর্মসূচি ধ্বংস করে দেবে।’
তিনি বলেন, ‘ত্রাণ বিতরণে সরকার দলীয় জনপ্রতিনিধিরা যে সীমাহীন দুর্নীতি করেছে, তা বিশ্বে বিরল। তাই দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের দিয়ে রেশন কার্ড তালিকা করলে সেটা দুর্নীতিমুক্ত হবে না, দেশের জনগণও মেনে নেবে না।’
মাওলানা মাদানী বলেন, ‘কোনো কোনো জায়গায় এক-দুই দিনের মধ্যে তালিকা দেওয়ার তাগাদার কারণে মনগড়া তালিকাও দেওয়া হচ্ছে। এতে রেশন সামগ্রী আত্মসাতের সুযোগ সৃষ্টি হবে।’
Leave a Reply