ভৈরব সংবাদদাতা ঃ আশেকানে মহিনিয়া সহিদিয়া মাইজভান্ডারিয়া ভৈরব উপজেলার শাখার পক্ষ থেকে কর্মহীন অর্ধ শতাধিকের অধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, গত ২৭শে এপ্রিল সোমবার বিকেলে করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে জন সাধারনের কথা চিন্তা করে ও গন জমায়েত না করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রীর মধ্যে ছিল চোলা, মুরি, চিনি, ডাল, ও তেল এই সময় উপস্থিত ছিলেন দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগত ম্যাগাজিনের সম্পাদক জনাব হাজী সোহেল আহমেদ ও সংগঠনের নেতৃবৃন্দ ।
Leave a Reply