কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় কর্মরত এসআই মোঃ চাঁন মিয়া (বিপি নং-৭৩৯২০৩৯৯৪০), পিতা-মোঃ নায়েব আলী, সাং-নন্দিবাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, অত্র কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম থানা হইতে গত ইং ২০/০১/২০২০ তারিখ ভৈরব থানায় যোগদান করেন। ভৈরব থানায় কর্মরত থাকা অবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করিলে গত ইং ০৯/০৪/২০২০ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব, কিশোরগঞ্জ প্রাথমিক চিকিৎসা অন্তে তাহার নমুনা সংগ্রহ করিয়া সিভিল সার্জন, কিশোরগঞ্জ এর মাধ্যমে আইইডিসিআর-এ প্রেরণ করেন। গত ইং ১০/০৪/২০২০ তারিখ নমুনা রিপোর্ট প্রাপ্ত হইলে উক্ত এসআই কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় তাহাকে উন্নত চিকিৎসার (আইসোলেশন) জন্য ইং ১০/০৪/২০২০ তারিখ বিকাল অনুমান ১৬.৪৯ ঘটিকার সময় বিশেষ এ্যাম্বুলেন্সযোগে কুর্মিটোলা হাসপাতাল, উত্তরা, ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ইং ১৬/০৪/২০২০ তারিখ দ্বিতীয় ও ইং ২৪/০৪/২০২০ তারিখ তৃতীয় বার পুনরায় কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষা করিলে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ তাহাকে অদ্য ইং ২৮/০৪/২০২০ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকার সময় ছাড়পত্র প্রদান করে। বর্তমানে এসআই চাঁন মিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে তার নিজ বাড়ীতে ১০ (দশ) দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
Leave a Reply