বেলাব হতে মোশারফ হোসেন নীলু ঃ নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা পশ্চিমপাড়া গ্রামে ভাগ্নি জামাইয়ের জুতার আঘাতে আফসার উদ্দিন( ৬৫)নামে এক শ্বশুরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮এপ্রিল) বিকাল ২ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে নিহতের ছেলে মোঃ সুমন মিয়া বাদী হয়ে ঘাতক ভাগ্নি জামাই সোহেল মিয়া (৩২) পিতা চান মিয়া সাং দুলালকান্দি, তার শ্বশুর আতর মিয়া(৫২)পিতা মৃত আলীম উদ্দিন শ্বাশড়ী সুফিয়া বেগম (৪৭) কে আসামী করে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা নং ১০ তারিখ ২৯/০৪। মামলা সূত্রে জানা যায় মৃত বারেক মিয়ার ছেলে আফসার উদ্দিন ও চাচাত ভাই আতর মিয়ার জমির উপর দিয়ে পানি আনাকে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এই ঘটনা আতর মিয়ার মেয়ের জামাই শুনতে পেয়ে শ্বশুরের পক্ষ পক্ষ নিয়ে বিকাল ২টার দিকে তর্কবিতর্কের এক পর্যায়ে আফসার উদ্দিনের গালে জুতা দিয়ে আঘাত করলে তিনি মাঠিতে পরে যান পরক্ষনে তার শ্বশুর আতর মিয়া এবং শ্বাশড়ী সুফিয়া বেগম আফসার উদ্দিনের নাকে মুখে ও বুকে কিল ঘুষি মারিতে থাকেন। পরবর্তিতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বারৈচা জেনারেল হাসপাতালে নিলে ২ঃ৩০মিঃ দিকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।খবর পেয়ে বেলাব থানার পুলিশ এসে লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্যে নরসিংদীর মর্গে প্রেরন করেন। নিহতের ছেলে সুমন মিয়া জানান, আমার বাবাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করছে।তিনজনকে আসামী করে আমি থানায় হত্যা মামলা করেছি।এ ব্যপারে বেলাব থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভুইয়া ঘটনার সত্যতা স্বিকার করে বলেন উল্লেখিত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় মামলা করেছেন। আসামী সোহেল মিয়াকে গ্রেফ্তার করা হয়েছে, অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্ঠা চলছে।লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply