নিজস্ব প্রতিবেদক: আসুন মানবিক হই , এই স্লোগান কে বুকে লালন করে ৭ম বারের মত অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করে যাচ্ছেন, এতে এলাকায় ব্যপক সারা জেগেছে , উল্লেখ্য যে, হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন আজ ৭ম বারের মতন পায়েল ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজ উদ্দেগে অসহায় মানুষের পাশে দাঁড়ালো । ৪৮ পরিবারের মাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করা হয় । এতে অংশগ্রহন করেন কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান তুষার ও পায়েল ফাউন্ডেশন চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু।
Leave a Reply