1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু  কমিশন  কর্তৃক আয়োজিত নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা,সভা অনুষ্ঠিত। বঙ্গবন্ধু অসম্ভব শিশু প্রেমিক ছিলেন: ড.কলিমউল্লাহ বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর

পৃথিবীর চিত্র পালটে গিয়েছে ,নেই কোন অহংকার, ক্ষমতার দাপট, নেই মুসলমান নির্যাতনের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৯৩ বার

আলহসজ্ব সোহেল আহমেদ : আজ পৃথিবী শান্ত। নেই কোনো সংঘাত, নেই কোনো হানাহানি, নেই কোনো দাঙ্গা – ফ্যাসাদ। স্থবির হয়ে আছে গোটা পৃথিবী। আজকে ভারতের মুসলমানদের কোনো ভয় নাই। কাশ্মীরা আজকে আতংকিত নয়। উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের কোনো বালাই নেই। ইসরায়েল, ফিলিস্তিনে আক্রমণ করা ভুলে গেছে। গাজায় এখন আর বোমার শব্দ শোনা যায় না। সিরিয়ায় এখন আর যুদ্ধ হয় না। বাংলাদেশের সীমান্ত এখন উন্মুক্ত। বিএসএফ এর গুলিতে এখন কোনো বাংলাদেশী খুন হয় না। আমেরিকা এখন আর পারমাণবিক শক্তি প্রদর্শনে ব্যস্ত নয়। পাকিস্তান, ভারতের সীমান্তে এখন থমথমে পরিবেশ বিরাজ করে না। ভ্যাটিকান সিটিতে এখন আর হৈ-হুল্লোড় হয় না। ইন্দোনেশিয়ার ” বালি” তে এখন বিকিনি পরা কোনো রমণী দেখা যায় না। জার্মান,ফ্রান্সসহ ভ্যাটু দেশগুলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। ইন্ডিয়া এখন ক্রিকেট নিয়ে বড়াই করে না। অস্ট্রেলিয়া এখন কাউকে স্লেজিং করে না। ইংল্যান্ড কাউকে নিয়ে ব্যঙ্গ করে না। লা- লিগা, ইংলিশ লিগ,সিরিআ লিগ,প্রিমিয়ার লিগ সব হারিয়ে গেলো অতল গভীরে। কারো তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেদের দেশ নিয়ে ব্যস্ত। ক্ষমতা হাতিয়ে নেওয়ার কেউ নাই। সবাই নিজ দেশে এবং নিজের ঘরে গৃহবন্দী। আজকে কেউ লাদেন কিংবা সাদ্দাম অথবা গাদ্দাফি কে খোঁজবে না। আজকে তারাও মুক্ত। বাংলা ভাই কিংবা এরশাদ শিকদাররা আজকে বিহঙ্গের মতো ঘুরে ও উড়ে বেড়াবে। কিন্তু তাদের ছেড়ে দিলেও তারা পালাবে না। তারা বলবে তারা ওখানেই ভালো আছে। আজকে ছোট্ট বা অবাধ্য, দূরন্ত ছেলেরা ও গৃহবন্দী হতে বাধ্য। কোথায় গেলো ক্ষমতা, কোথায় গেলো অহংকার, কোথায় গেলো অস্ত্রের ঝনঝনানি। আজান দেয়ার অপরাধে আর মার খেতে হচ্ছে না, এখন আজান হচ্ছে জনসমুখ্যে, দল মত ধর্ম বর্ন নির্বিশেষে এখন আল্লার প্রতি আত্বসমর্পনের পথে । সবাই বেঁচে আছি কিন্তু শ্মশানের মৃতদের মতো।

বেপর্দাশীল সুন্দরী রমনীরাও আজ বেচে থাকার আশায় মুখ ঢেকে আছে, ঢাকার নাইট ক্লাবগুলোতে নেই সমাজের উচু শ্রেনীর নামী দামী মানুষগুলোর মদ আর নারীর ফর্তি । ক্যাসিনোতে আজকে ভায়াগ্রা বা শেমপেইন ফ্রি দিলেও কেউ যাবে না। ভারসাই নগরীর ভিসা ফ্রী দিলেও আজকে ফ্রান্সে কেউ যাবে। কাউকে যদি আজকে রোমের সম্রাট করে তাহলে সে এক্ষুনি ইস্তফা দিয়ে দিবে। আমরা কতো অসহায়!! কতো অসহায়!! আমাদের মৃত্যু ঘিরে ধরেছে। আমরা বন্দী। ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তিনি, যিনি মহাবিশ্বের ধারক ও বাহক,হয়তো বলছেন দেখো, মূর্খরা,তোমরা স্বীকার করনি আমার অস্তিত্ব। আমি আছি।এবং এই করোনা ভাইরাসই তাঁর প্রমাণ। সাধু সাবধান , সকল ক্ষমতা, আত্বঅহংকার , অর্থ আর সম্পদের বাহাদুরী শেষ হয়ে যাবে , কারন সকল সম্পদ, আর প্রশংসার মালিক দু’ জাহানের বাদশা রাব্বুল ‌আল আমিন । আসুন আমরা দয়াল নবীজি( স:) এর প্রতি বেশী বেশী দরুদ শরীফ পড়ি , পাচঁ ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করি ,আর হালাল রিজিকের প্রার্থনা করি, আল্লাহ আমাদের মাফ করুন .. আমিন ………. ………………………..,.আসুন.প্রতিদিন আমরা কলেমা সহ এই দরুদ শরীফ পাচঁ ওয়াক্ত নামাজের পর আমল করি লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলআল্লাহ সল্লাল্লাহু আলান নাবিইল উম্মী ..

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..