মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ- জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে বজ্রপাতের শিকার হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বসত বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফাহিমা আক্তার (৮), একলাশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তোরাব আলী দারোগা বাড়ির আব্দুল মতিন’ মেয়ে এবং সে একলাশপুর দালান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে শিকার হয়ে ওই শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply