বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশেই চলছে লকডাউন।
লকডাউনের এই সময়টা ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছেন অনেকেই। এর ফলে সারা বিশ্বে ফেসবুকের গ্রাহক সংখ্যা ১০ শতাংস বেড়েছে।
এতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ কোটি। আর ফেসবুক পরিবারভুক্ত ইনস্টাগ্রাম ও হোয়াটঅ্যাপের ব্যবহারকারীদের নিয়ে মোট সংখ্যাটা ৩০০ কোটি ছুঁয়েছে।
এতে ভার্চুয়াল এ মাধ্যমটির চলতি বছরের তিন মাসে আয় বেড়েছে ১০ শতাংশ তথা ৪৯০ কোটি ডলার। তিন মাসে মোট আয় হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ডলার।
তবে ফেসবুকের প্রধান ও সহ-নির্মাতা মার্ক জাকারবার্গ বলেন, গত তিন সপ্তাহে বিজ্ঞাপন চাহিদা কমেছে উল্লেখযোগ্য হারে।
Leave a Reply