বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক জায়ান মালিকের সন্তানের মা হচ্ছেন জিজি হাদিদ।
কয়েকদিন ধরেই এই মার্কিন ফ্যাশন মডেলের মা হওয়ার গুঞ্জন উড়ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেন তিনি।
জিজি হাদিদ বলেন, ‘সবাইকে ধন্যবাদ। বিষয়টি আমরা নিজেদের মতো করে জানাতে পারলে খুশি হতাম। কিন্তু সবার আন্তরিক শুভকামনা এবং সহযোগিতা পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ। আমি মার্তৃত্বের প্রতিটি বিষয় উপভোগ করতে চাচ্ছি। বিশেষ করে এই সময়ে আমরা একসঙ্গে বাড়িতে থাকতে পারছি এবং সত্যিই উপভোগ করছি।’
জায়ান মালিক ও জিজি হাদিদের এটি প্রথম সন্তান। সম্প্রতি বিনোদন পোর্টাল টিএমজেড জানায়, জিজি হাদিদ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কন্যা সন্তানের মা হতে চলেছেন।
২০১৫ সালের ডিসেম্বরে জিজি হাদিদের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন জায়ান। ২০১৬ সালের শুরুর দিকে নিজের প্রথম সোলো ভিডিও অ্যালবামে প্রেমিকার সঙ্গে শুটিং করেন সাবেক ‘ওয়ান ডিরেকশন’ তারকা।
এর আগে অস্ট্রেলিয়ান গায়ক কোডি সিম্পসন এবং নিক জোনাসের ভাই জো জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জিজি হাদিদ। অন্যদিকে পেরি এডওয়ার্ডসের সঙ্গে তিন বছর প্রেম করেন জায়ান।
Leave a Reply