নরসিংদী থেকে সোহরাব হোসেন খাঁন বাঁধন: গত ৩০ এপ্রিল নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক নরসিংদী যোনে ১৯৪ টি অসহায়,দুস্থ, হত দরিদ্র ও সংগ্রামী( ভিক্ষুক)পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায়েরেখে নগদ ৬০০/টাকা ও ২৬০০/টাকার খাদ্য সামগ্রী সহ জন প্রতি ৩২০০/টাকা করে গ্রামীণ ব্যাংক নরসিংদী যোনের যোনাল ম্যানেজার মোহাম্মদ নুরুন্নবী মজুমদার এর নেতৃত্বে যোনের বিভিন্ন শাখা পুটিয়া, আমিরগন্জ, রাধাগন্জ, যোশর, করিমপুর, দুলালপুর, নোয়াদিয়া, চালাকচর, ঘোরাষাল পলাশ, মহেষ পুর রায়পুরা শাখা সহ বিভিন্ন শাখায়- এরিয়া ম্যানেজার, পোগ্রাম অফিসার, যোন প্রতিনিধি আমজাদ হোসেন, যোন সভাপতি আবদুস সালাম, স্ব স্ব শাখার শাখা ব্যবস্থাপক এর উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ কার্য সমপর্ণ করা হয়। উলেখ্য যে, গত ২২ এপ্রিল নরসিংদী যোনে ১৮৫ টি পরিবারের মাঝে একই ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। এপ্রিলের ২০ তারিখ হতে ৩৯ শাখায় ৩৭৯ টি সংগ্রামী (ভিক্ষুক)পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। সমগ্র বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিটি শন এই কার্যক্রম চলমান থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন যোনাল ম্যানেজার মোহাম্মদ নুরুন্নবী মজুমদার
Leave a Reply