পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার ৬০০ দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) মৌলভীবাজারে তার নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে চাল, ডাল, আলু প্রভৃতি খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়।
পরিবেশমন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বিত্তবানদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সাথে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করতে হবে।
ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ।’
এর আগে পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ৩ হাজারের বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply