ঈশ্বরগন্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের একটি পোশাক শিল্প কারখানায় কাজ করতেন। গত ৫ এপ্রিল বাড়িতে আসার পর গত ১২ এপ্রিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁর পরিবারের আরও ৪ জন সদস্য এই ভাইরাসে সংক্রমিত হন। গতকাল ৫ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। পরিবার সূত্রে জানতে পারি, এক বছর পূর্বে বাবাকে হারিয়ে পরিবারের হাল ধরেন এই মেয়েটি। চাকরি নেন নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায়। গতকাল তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে নগদ ৫০০০/- টাকা, ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৬ কেজি আলু ও ৫ লিটার তেল খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সরিষা ও মগটুলা ইউনিয়ন চেয়ারম্যানদ্বয় ও আঠারবাড়ি স্টেশন মসজিদের ইমাম (মেয়েটির চাচা) ।
Leave a Reply