নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় পোষ্টকারী হিন্দু ধর্মালম্বী যুবক রনি মনিরিশিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। রবিবার বেলা ১২ টার দিকে তাকে নিজ এলাকা হতে আটক করা হয়।আটককৃত রনি মনিরিশি(২২) সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চনন্দনগর রিশিপাড়া গ্রামের অজিত্র মনিরিশির পুত্র ও মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বৎসরের অনার্স পড়ুয়া ছাত্র। সূত্রে জানাগেছে,গত ২৪ এপ্রিল সকালে রনি মনিরিশি Roni Sattyarthi(রনি সিদ্ধার্থী)নামক ব্যক্তিগত ফেসবুক অাইডি থেকে অশ্লীল কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করে।পরে পোস্টটি স্থানীয় ধর্মপ্রান মুসলমানদের নজড়ে এলে নেট দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়।রনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ফেসবুকে অগুনিত আইডি হতে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়।ধর্মীয় অনুভূতির এ ঘটনার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।পরে সিংগাইর থানা পুলিশ এসে রনিকে অাটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অানেন।কটুক্তিকারীর শাস্তির দাবীতে যুবলীগ নেতা এসএম আলমগীর হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন,আল্লাহ এবং আমাদের নবীকে নিয়ে কটূক্তিকারীকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। আপনারা কেউ উত্তেজিত হবেন না,আপনাদের সাথে আমিও বিচার দাবী করতেছি।আল্লাহ এবং আমাদের নবী কে নিয়ে কেউ কোন কটুক্তি করলে তাকে ছাড় দেওয়া হবেনা। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুস সাত্তার মিয়া জানান,ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা অাইনে মামলার পক্রিয়া চলছে।
Leave a Reply