পারভেজ আহমেদ আদি :
, সারা পৃথিবী আজ নিরবতা আর স্তব্দতায় এক ভয়ন্কর মৃত্যুপুরিতে পরিনত হচ্ছে, প্রর্তিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজার হাজার মানুষ । আমারাও যুক্ত হয়েছি এই মিছিলে । থমকে গেছে সকল অন্যায় অপরাধ আর ক্ষমতার দাপট , সারা বিশ্ব আজ দলমত ধর্মবর্ন নির্বিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা আর ইবাদতে মশগুল ।হে আল্লাহ আমাদের ক্ষমা করো …… ,হয়তো একদিন আসবে অন্দ্বকার কেটে আলো, হয়তো আসবে নতুন সূর্য , আমরা সেদিনের প্রহর গুনছি , অপেক্ষা করছি সেদিনের ,যেদিন আমাদেের দেশ সহ সারা বিশ্বের মিডিয়াতে একটা শিরোনাম ভেসে উঠবে। যে শিরোনামে লেখা থাকবে “করোনা থেকে বাংলাদেশ সহ সারা বিশ্ব মুক্ত। , একটা ভেকসিন বা টিকা আবিষ্কার হবে , বিশ্বময় এ করোনার আক্রমন থেকে বেচে যাবে আগামী প্রজন্ম । আমরা সেদিনের প্রত্যাশা করি , যেদিন ছোট্ট শিশুটি ব্যাগ কাধে নিয়ে আবার স্কুলে ছুটে যাবে। শহরের অলিতে-গলিতে আবার হাজারো মানুষের ভিড় জমে উঠবে।খেটে-খাওয়া শ্রমিকগুলো আবার তাদের কর্মস্থানে ফিরে যাবে। মসজিদে মুসল্লিরা আবার দল বেধে জামায়াতে নামাজ আদায় করবে । যেদিন চায়ের দোকানটি আবার আড্ডায় জমে উঠবে। একজন আরেকজনের সাথে দেখা হলে নির্ভয়ে হাত মিলাবে,কোলাকুলি করবে। বন্দুদের সাথে দেখা হলে একজন আরেকজনকে বলবে, চল আজকে একটু মন খুলে আড্ডা দেই”। স্রেফ সেই দিনটার অপেক্ষায় আছি আমরা..! ইনশাআল্লাহ করোনামুক্ত হয়ে উঠবে সারা বিশ্ব আর আমার সোনার বাংলাদেশ
Leave a Reply