করোনাভাইরাসের বিধিনিষেধ আরো শিথিলে আগামীকাল বুধবার টেলিকনফারেন্সে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সঙ্গে আলোচনায় বসবেন জার্মানির রাজ্য প্রধানরা। এক ঘনিষ্ট সূত্রে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সব দোকানপাট খোলার ঘোষণা আসতে পারে এই সভা থেকে।
সূত্রগুলো বলছে, সম্ভবত ১১ মে থেকে সব ধরনের বড় দোকানপাট খোলার সবুজ সংকেত দিতে যাচ্ছেন রাজ্য প্রধানরা। ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশে ছোট দোকানপাট খুলেছে আগেই। তাদের ব্যবসা চলছে সামাজিক দূরত্ব মেনে।
বুন্দেসলিগা ফুটবল প্রতিযোগিতাও মাঠে ফেরানোর অনুমতি দিতে চায় জার্মান রাজ্যগুলো। সম্ভবত ১৫ থেকে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে দেশের শীর্ষ ফুটবল প্রতিদ্বন্দ্বিতার লড়াই।
একই সঙ্গে অপেশাদার খেলোয়াড় ও শিশুদের জন্য আউটডোর স্পোর্টসের অনুমোদন দেবেন রাজ্য প্রধানরা। এছাড়া ধাপে ধাপে সব শ্রেণির শিশুদের জন্য স্কুল খোলার ব্যাপারে রাজি আছেন তারা। ধীরে ধীরে নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলও খুলতে কাজ করবে সরকার।
করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া জীবন স্বাভাবিক করতে গত সোমবার লকডাউন শিথিল করে জার্মানি। শর্তসাপেক্ষে জাদুঘর, সেলুন ও চার্চ খুলেছে। গাড়ির কারখানাও চালু হয়েছে।
Leave a Reply