গতকাল ০৬ মে ২০২০ তারিখ .এ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদীর সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে ও অবশ্যপালনীয় শর্তসাপেক্ষে সীমিত পরিসরে শেখেরচর-বাবুরহাট বাজারে অনলাইন/মোবাইল স্টক ডেলিভারী কার্যক্রম মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি পালন না করা ও শর্তভঙ্গের দায়ে ” ঢাকা টেক্স,রুপশাহী টেক্স ও সম্পা টেক্সকে” অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পপরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর জনাব মো: শাহ আলম মিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
Leave a Reply