সংবাদদাতা :একজন মানুষ মারা গেছেন। তার কবর ও দিতে দিবেন না আপনারা? কবর দেয়ার জন্য পাশে তো কাউকে পাওয়া ই যাবে না!!
আবার কবর দিতেও দিবেন না। তাহলে কোথায় নিয়ে যাবে এই মৃতদেহ। উত্তর দিতে পারে না কেউ? লাশের পাশে কেউ আসছে না!! ভয়াবহ অবস্থা!! লাশ কবর দেয়ার জন্য ঘর থেকে বের হতে দিচ্ছে না।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা নারী মারা যান আইসোলেশনে। স্বজন ও পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে ওই নারীর লাশ তাঁর শ্বশুরবাড়ির কবরস্থানে দাফন করার জন্য নেওয়া হয়। তখন গ্রামবাসী বাধা দেন।
খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন। তিনি নিজেই কবর খুড়েন। লাশ দাফনের ব্যবস্থা করেন।
অভিযোগ আছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রামের লোকজনকে নিয়ে লাশ দাফনে বাধা দেন। তবে জানতে চাইলে চেয়ারম্যান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো বাধা দেইনি। গ্রামবাসী আমাকে জানিয়েছেন, গ্রামটি ঘনবসতিপূর্ণ। এখানে দাফন করলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক আছে।’
Leave a Reply