বিবাড়িয়া থেকে ওমর : বি,বাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার (অফিসার ইন্চার্জ)পুলিশ পরিদর্শক প্রশাসন হিসাবে কে এম মনিরুজ্জামান চৌধুরী গত পহেলা মে ২০২০ ইং রোজ শুক্রবার যোগদান করে, দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি নরসিংদী জেলার, নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। দুই ভাই,তিন বোনের মধ্যে, কে এম মনিরুজ্জামান চৌধুরী, মা, বাবা র প্রথম সন্তান । তিনি ইতি পূর্বে ঢাকা এসবি, নারায়ণগঞ্জ হাইওয়ে থানা, ভৈরব হাইওয়ে থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, পুলিশ পরিদর্শক প্রশাসন (ওসি)হিসাবে দায়িত্ব পালন, পুলিশি কায়দা কানুন ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ হত্যা মামলা সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে, পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেন । শেষে বদলী হয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা (অফিসার ইন্চার্জ) হিসাবে যোগদান করেন, নবাগত পুলিশ পরিদর্শক প্রশাসন (ওসি)কে এম মনিরুজ্জামান চৌধুরী,
,
, সুধী মহল ও সুশীল সমাজ মনে করে, তিনি খাঁটিহাতা হাইওয়ে থানা যোগদান করাতে থানাস্হ এলাকা যানযটমুক্ত, দালাল দৌরাত্ব বন্ধ হয়ে স্বস্তি ফিরে আসবে, সঠিকভাবে পালন করবেন সরকারের অর্পিত গুরু দায়িত্ব ।
,
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন,সিলেট জোন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার, কেএম মনিরুজ্জামান চৌধুরী এর যোগদানের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ।
Leave a Reply