সংবাদদাতা ; ভৈরবে মুড়ির বস্তায় ভরে গাঁজা পাঁচার কালে ১৯ কেজি গাঁজা,একটি পিকআপ ভ্যান সহ ২ জন কে আটক করেছে ভৈরব থানা পুলিশ।
আটককৃতরা হলেন বি-বাড়িয়া জেলার সুহিলপুর উপজেলার মৃত রহমান মিয়ার ছেলে স্বপন (২২) এবং কিশোরগঞ্জ জেলার
ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মো. মজনু মিয়ার ছেলে জিলানী(২৮)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা পাঁচারের সংবাদ পাই। পরে ভৈরব থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই আমজাদ শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে
ভৈরব বাস স্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করি,আনুমানিক সকাল ৬.০৫ ঘটিকার সময় ১৪ টি মুড়ির বস্তা ভরা একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে
মুড়ির বস্তার ভেতর থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করি।
পরে পুলিশ বাদী হয়ে তাদের দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
Leave a Reply