নিজস্ব প্রতিবেদক :
এপর্যন্ত তিন সাংবাদিক এর মৃত্যু হল । করোনাক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (৭ মে) মারা গেলেন ভোরের কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার আসলাম রহমান । ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরাম গভীর ভাবে শোকাহত।
এক শোক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ সানিয়াত হোসাইন সামী,সাধারন সম্পাদক এম.শিমুল খান, সাংগঠনিক সম্পাদক বিএম যোবায়ের হোসেন ও বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: অমি আহম্মেদ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে সময়ের আলো পত্রিকার দুজন সাংবাদিজ করোনায় মারা গেছেন। এছাড়া দেশে করোনাক্রান্ত আছেন ৫০ সাংবাদিক। বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দূরত্ব বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানিয়ে সরকারকে সাংবাদিকদের অনূকুলে আর্থিক অনুদান বরাদ্দ প্রদানের দাবি করা হয়।
Leave a Reply