বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া শতাধিক সিএনজি চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৮ মে) সকালে উপজেলার পোড়াদিয়া সিএনজি স্টেশন পরিচালনা কমিটির সভাপতি মোঃ রবিউল আউয়াল জীবন চালকদের মাঝে ৫শ টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ আঃ জলিল, সাংবাদিক রুমেল আফ্রাদ রুবেল প্রমূখ।
এসময় রবিউল আউয়াল জীবন বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাসের কারণে অনেক মানুষের মত সিএনজি চালকরাও কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছেন। তাদের দুঃখ লাঘবের জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার দেয়ার চেষ্টা করছি।সরকারের পাশাপাশি করোনা পরিস্থিতিতে বেকার হয়ে যাওয়া মানুষের পাশে আর্থিক সহযোগীতা নিয়ে দাড়ানোর জন্যে বিত্তবানদের প্রতি অনুরোধ রাখছি।
Leave a Reply