মুহাম্মদ কাইসার হামিদ, হাওড় অঞ্চল প্রতিনিধি :
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ বাস্তবায়নের লক্ষে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসানের অনুপ্রেরণায় ও নির্দেশে
কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামালের নেতৃত্বে তৃতীয় বারের মতো অসহায় কৃষকের পাকা ধানক্ষেত কেটে দিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীরা।
শুক্রবার (৮মে) সকাল ৯টা থেকে দিনব্যাপী গুলশান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগ নেতা মোবারক হোসেন রানা, সুশান্ত ভৌমিক ও পাপ্পু মিয়া উপজেলার রামদী ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মেরাতলী বন্দে প্রখর রৌদ্র উপেক্ষা করে অসহায় কৃষক কাজলের পাকা ধান কেটে দেয় ছাত্রলীগ নেতা কর্মীরা।
Leave a Reply