মোঃ আব্দুল হান্নান,(নাসিরনগর ) ,ব্রাক্ষণবাড়িয়া,জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মগবুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী প্রথম করোনা অাক্রান্ত হয়ে মৃত শাহ অালমের পরিবারের ৫ সদস্য করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি আসায় শাহ অালমের বৃদ্ধ বাবা অাব্দুল গফুর (৭০) আনন্দঘন পরিবেশে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। গফুরের বড় ছেলে শাহ আলম(৩৫) ১৮ মার্চ ২০২০ মালয়েশিয়া থেকে করোনা আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে।২০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সে কোয়ারেন্টাইনে ছিল। পরবর্তীতে ৭ ই এপ্রিল দিবাগত রাতে শাহ অালম শশুড়বাড়ি জেঠাগ্রাম থেকে রাতে নাসিরনগর ৫০শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে যাওয়ার সে মৃত্যু বরন করে। উপজেলা প্রশাসন কর্তৃক তার নিজ বাড়িতে লাশ দাফনের পর তার নিজ বাড়ি মগবুলপুর ও শশুড়বাড়ি জেঠাগ্রাস লক ডাউন করা হয়। তার পরিবারের ১২ জনের নমুনা সংগ্রহ করলে পর্যায়ক্রমে ৫ জনের করোনা ধরা পরে।১৪ দিন আইসোলেশনে থাকার পর ২ মে শাহ আলমের স্ত্রী, মেয়ে, তিন ভাই , সুস্থ হয়ে বাড়ি ফিরে অাসে। আজ শুক্রবার দুপুর ১২ টায় বাড়ি ফিরে তার ছোট ভাই। এখন এ পরিবারের সবাই করোনা মুক্ত। শশুড় বাড়ি থেকেও ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেও করোনা পাওয়া যায়নি। অন্যদিকে ৩০ এপ্রিল কুলিকুন্ডা গ্রামের ১ জন ও ২ মে কুন্ডা গ্রামের ১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়। শাহ আলমের পিতা গফুর পরিবারের সবাইকে ফেরৎ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং স্থানীয় প্রশাসনের পরামর্শে পরিবার পরিজন নিয়ে হজ্বে যাবে বলে জানায়।
Leave a Reply