আজ ব্রাক্ষনবাড়িয়া উত্তর পৈরতলা চিশতিয়া জামে মসজিদে একজন কাদিয়ানী ছেলে ইসলাম ধর্ম গ্রহন করেছেন তার পূর্বের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আস্থা এনেছে। তারাবী নামাজের পর এই কলেমা পড়ানোর সময় উপস্থিত ছিলেন এম এ কাউসার , আলাউদ্দিন আলাল ,জামিল, সিহাব, সহ মরহুম হাজী কালা মিয়া চিশতি (র) এর অন্যান্য ওয়ারিশ গন সহ গ্রামের আরো অনেক মুস্ললী। পরে বিশেষ মোনাজাত করা হয় ।
Leave a Reply