নিউইয়র্ক থেকে গোলাম আর ফারুকী ঃঃ ৪ বছরের আয়দান আর মা বলে ডাকতে পারবে না
নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তাসনিম নাওয়ার তমা (৩০)করোনা ভাইরাসে ২৮দিন যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন নিউইয়র্কের লং আইল্যান্ড স্টোনি ব্রুক হাসপাতালে গত শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইল্লাহি রাজেউন। তমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলায় । মৃত্যুকালে তিনি স্বামী নাজমুস সাকিব ও চার বছরের একমাত্র পুত্র সন্তান আয়দান কে রেখে গেছেন।
আর,আমরা দোয়া করি আল্লাহ্ পাক যেন তার স্বামী, সন্তান সহ পরিবারের বাকি সদস্যদেরকে ধৈর্য ধারণের তাওফিক দিন, সুস্থ রাখুন। তমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন ।
Leave a Reply