বাবুল নরসিংদি থেকে : শিবপুর উপজেলার পুটিয়া বাজারের ইজারাদার খোরশেদ আলম গত ১২/৩/২০২০ বিভাগীয় কমিশনার ঢাকা বরাবর অত্র বাজারের ডাকে অনিয়ম হওয়ার অভিযোগ দায়ের করে এবং গত ২৫ মার্চ ২০২০ সহকারি কমিশনার মোসা: জাকিয়া সুলতানা স্বাক্ষরিত স্মারক নাম্বার: ০৫.৪০.৩০০০.০০৯.৩৩.০০১.২০.২২৫ নরসিংদী জেলা প্রশাসক রবাবর প্রেরণ করে। ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ কার্যালয়কে অবহিত করার জন্য। আগামী ৭/৫/২০২০ তারিখের মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ এবং অনুরোধ করা হলো এবং নরসিংদী জেলা প্রশাসক বরাবর স্মারক নাম্বার: ০৫.৪১.৩০০০.০০৯.৩৩.০০১.২০.২২৫/১(২) প্রেরণ করা হয়।
সদয় অবগতি হয়।
১) উপজেলা নির্বাহী কর্মমর্তা, শিবপুর, নরসিংদী।
২) খোরশেদ আলম সরকার (বর্তমান ইজারাদার), পুটিয়া বাজার।
সারাদেশ জুড়ে করোনার প্রাদুর্ভাবে সরকারি অফিস আদালত বন্ধ থাকায় উক্ত বিষয়ে কোন মিমাংসা হয় নাই। এ ব্যাপারে মো: খোরশেদ আলম সরকার জানান বিচারাধীন থাকা অবস্থায় হঠাৎ ০৭/০৫/২০২০ তারিখ ০১.০০ ঘটিকার সময় বিবাদী পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
১) আব্দুল আলিম ২) উপসহকারী মইনুল ইসলাম ৩) অফিস সহকারী মোবারক গং।
আমার বাজারের টোল ঘরের তালা ভেঙ্গে ঘড়ে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যায়। এই ব্যাপারে খোরশেদ আলম সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গত ৭/৫/২০২০ শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে পুটিয়া ভূমি অফিসে গেলে ভূমি অফিসটি তালা বদ্ধ পাওয়া যায়।
Leave a Reply