বেলাব হতে মোশারফ হোসেন নীলু। বেলাবতে পরনের লঙ্গি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত(৪০) এক পুরুষের লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। ১২ মে মঙ্গলবার উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্ববর্তি জংগুয়া নামক স্থানের একটি সবজি জমি হতে উক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এলাকাবাসি ও পুলিশের ধারনা সোমবার রাতের কোন এক সময় অজ্ঞাত ব্যক্তিটিকে উক্ত স্থানে এনে পরনের লঙ্গী দিয়ে হাত পা সবজি জমির একটি জংলী গাছের সাথে বেঁধে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হঢেছে। সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরনের লুঙ্গী দিয়ে জংলী গাছের সাথে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পুরুষ ব্যাক্তির লাশ উদ্ধার করেন।
বেলাব থানার ওসি মোঃ ফখরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রাথমিক ভাবে মনে হচ্ছে লোকটিকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।
Leave a Reply