নগর প্রতিবেদক. :. রাজধানীর তেজগাওয়ে করোনার এই আপতকালীন সময়ে কারোর একার পক্ষে এই দুর্যোগ সামাল দেয়া সম্ভব না,তাই যে যেখানে আসেন ক্ষুদ্র পরিসরে হলেও আসুন মানবসেবায় এগিয়ে আসি” এ স্লোগান কে বুকে লালন করে
ঢাকার তেজগাঁওে কিছু তরুণদের দেশপ্রেম ও সমাজ ব্যবস্থার উন্নত পরিবর্তন করার লক্ষ্যে ২০০৯ প্রতিষ্ঠালাভ করে শক্তির একক নামের এই সেচ্ছাসেবী সংগঠনটি।
করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সবাই যখন লাকডাউন হয়ে আছে চাকরি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এই পরিস্থিতিতে নিম্ন মধ্যবিও ১০০ পরিবারে বাসায় উপহার সামগ্রী পৌছে দিলেন শক্তির একক সমাজ উন্নয়ন সংগঠন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আজাদ পাটওয়ারী আমাদের জানান,সরকারি ভাবে ও বিওবানরা অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আমাদের পাশে থাকা কিছু পরিবার আছে যারা চক্ষু লজ্জা ভয়ে চাইতে পারে নাহ তাদের জন্য আমরা তাদের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিই। তারা এই খাবার উপহার হিসেবে গ্রহণ করেছে।আমরা খুশি অন্তত কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে। আলহামদুলিল্লাহ
Leave a Reply